শুক্রবার, ২৪ মার্চ, ২০১৭

হযরতুল আল্লামা গাজী শাহ্‌ সৈয়দ মোহাম্মদ আজিজুল হক শেরে বাংলা রহঃ এর জন্ম ও বংশ পরিচয়

বার আউলিয়ার স্মৃতি বিজড়িত ও গাউসুল আজম মাইজভাণ্ডারী কঃ এর পবিত্র জন্মভূমি চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার অন্তর্গত মেখল একটি বর্ধিষ্ণু ও সুপরিচিত গ্রাম। এই গ্রামে এক সম্ভ্রান্ত  সৈয়দ পরিবারে ১৩২৩ হিজরী ১৩১৩ বাংলা এবং ১৯০৬ ইংরেজীরে কোন এক মুহুর্তে মোজাদ্দেদ দ্বীন মিল্লাত ইমামে আহলে সুন্নাত কুতুবে আলম গাউসে জামান হযরতুল আল্লামা গাজী শাহ সৈয়দ মোহাম্মদ আজীজুল হক শেরে বাংলা রহঃ এই ধরাপৃষ্টে শুভাগমন করেন। তার দাদাজানের নাম হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ ইসমত উল্লাহ রহঃ। তার সম্মানিত বুযুর্গ পিতা হলেন হযরত মাওলানা শাহসূফী সৈয়দ আবদুল হামিদ আল কাদেরী মেখলী রহঃ। তার সম্মানিত বিদুষী, সাধ্বী, পূণ্যময়ী রত্ন গর্ভ জননী হলেন সৈয়দা মোছাম্মৎ মায়মুনা খাতুন রহঃ। সুতারাং আল্লামা গাজী শেরে বাংলা রহঃ আওলাদে রাসুল দ.।  মাতৃকুল ও পিতৃকুল উভয় দিকদিয়ে তিনি সৈয়দ বংশীয় ছিলেন। তাছাড়া সূপ্রসিদ্ব ও ঐতিহ্যবাহী আলেম পরিবারে তার জন্ম। এ যেন মহান সৃষ্টকর্তা রাব্বুল আলামিনের সুনিপুণ ও সামঞ্জস্যপূর্ণ সমন্বয়। যে বংশ ও পরিবারের মাধ্যমে চতুর্দশ শতাব্দীর মোজাদ্দেদ ও ইমামকে এই পৃথিবীর বুকে প্রেরণ করার সেটা যেন মহান আল্লাহ তাআলা পূর্ব থেকে নির্ধারণ করে রেখেছেন।

হযরতুল আল্লামা গাজী শেরে বাংলা রহঃ বংশ পরিক্রমায় রাউজানের সুলতানপুর হাজীপাড়াস্থ হযরত মাওলানা কাজী এজাবতুল্লাহ শাহ্‌ রহঃ, ফরহাদাবাদের হযরত মূফতী মাওলানা শাহসূফী সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী রহঃ এবং লালিয়ারহাট সুন্নিকটস্থ হযরত মাওলানা শাহসূফী সৈয়দ হোসাইনুজ্জামান রহঃ প্রমুখ বিখ্যাত আলেম ও অলিয়ে কামেল ব্যাক্তিবর্গের সাথে সম্পর্কযুক্ত।

এখানে উল্লেখ্য, হুজুরের দাদাজান হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ ইসমত উল্লাহ রহঃ হলেন হযরত মাওলানা কাজী এজাবতুল্লাহ শাহ্‌ রহঃ এর আপন ভ্রাতা এবং হযরত মাওলানা শাহসূফী মূফতী সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী রহঃ হলেন সম্পর্কে হুজুরের আপন জাঠা।